পূজার ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে কুয়াকাটার হোটেল-মোটেলগুলোতে রুম বুকিং প্রায় পূর্ণ হয়ে গেছে। আগামী ১-৩ অক্টোবর প্রথম শ্রেণির হোটেলের শতভাগ রুম, আর দ্বিতীয়-তৃতীয় শ্রেণির হোটেলের ৭০-৮০ শতাংশ রুম বুকড। ২৮-৩০ সেপ্টেম্বর ও ৪-৬ অক্টোবরের জন্যও অর্ধেকের বেশি রুম আগাম বুকিং হয়েছে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রায় দুই শতাধিক হোটেল-মোটেলে আগত পর্যটকদের বরণে প্রস্তুত রয়েছেন ১৬টি খাতের প্রায় ৫ হাজার শ্রমিক।
হোটেল ও রিসোর্ট মালিকরা আশা করছেন, পূজার লম্বা ছুটি ঘিরে রেকর্ডসংখ্যক পর্যটক ভিড় করবেন কুয়াকাটায়। ইতোমধ্যে সৈকতসংলগ্ন বাজার, ঝিনুক-আচার ব্যবসা, রাখাইন মার্কেটসহ পর্যটন স্পটগুলোও প্রস্তুতি সম্পন্ন করেছে।
বাড়তি চাপ সামলাতে ট্যুরিস্ট পুলিশ, প্রশাসন ও স্থানীয় থানা পুলিশ অতিরিক্ত প্রস্তুতি নিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, মৌসুমের শুরুতেই এই ভিড় পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে উৎসাহ জোগাবে।
আপনার মন্তব্য লিখুন