পায়রাবন্দরসহ উপকূল জুড়ে বিরামহীন বৃষ্টি

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রাবন্দরসহ গোটা উপকূল জুড়ে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। দুই দিন ধরে বিরামহীন বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি বেড়েছে। কখনও কখনও মৃদু দমকা বাতাস বইছে। সাগর নদী অনেকটা উত্তাল রয়েছে। ইতোমধ্যে পায়রাবন্দরের বয়ার কাছে বঙ্গোপসাগরে নম্বর বিহীন একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে ট্রলারে থাকা চার জেলে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। কোন প্রাণহানি ঘটেনি।

- বিজ্ঞাপন -

বৃষ্টিতে গ্রাম শহর থেকে শুরু করে অন্তত ৩০ টি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জোয়ারের সময় পানির চাপ বাড়ছে। খেপুপাড়া রাডার স্টেশনের দেওয়া তথ্যানুসারে বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী আরও তিনদিন বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা জানিয়েছেন।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কলাপাড়ার সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে ভারী বৃষ্টি থেকে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button