পর্যটন দিবসে কুয়াকাটায় ব্যতিক্রমী আয়োজন: ফুল দিয়ে পর্যটক বরণ

আবুল হোসেন রাজু, কুয়াকাটা পটুয়াখালী: বিশ্ব পর্যটন দিবস ও দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় বেড়েছে পর্যটকের আগমন। দিবসটি ঘিরে আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ করেছে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনসহ স্থানীয় বিভিন্ন সংগঠন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ বক্স এলাকায় নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকল পর্যটকদের হাতে ফুল তুলে দেওয়া হয়। এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে “টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্য নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা পৌর ভবন চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নেতৃত্বে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন হলিডে হোমসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন সাদেক সভাপতিত্ব করেন। এতে হোটেল-মোটেল মালিক, ট্যুর অপারেটর, ট্যুর গাইড, রেস্টুরেন্ট মালিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
ঢাকা থেকে আগত এক পর্যটক সান্তা জানান, “আমি কক্সবাজারে এমন আয়োজন দেখিনি। কুয়াকাটায় সৈকতে নামার সাথে সাথেই ফুল দিয়ে বরণ করা হয়েছে। এটি সত্যিই ভিন্নধর্মী এবং পর্যটনবান্ধব উদ্যোগ।”
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম. এ. মোতালেব শরীফ বলেন, “আজকের দিনে পর্যটকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা ফুল দিয়ে বরণ করেছি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন