For Advertisement
পর্বত চূড়ায়ও ফিলিস্তিনের কথা পৌঁছালো বাংলাদেশ

নেপালের সলোখুম্ভু অঞ্চলে অবস্থিত লবুচে ইস্ট পর্বত জয় করে বাংলাদেশের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন তরুণ পর্বতারোহী জাফর সাদেক। মার্চ ফর গাজা কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে এই অভিযান পরিচালনা করেন তিনি। লক্ষ্য ছিল—সারা বিশ্বকে জানানো, বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে।
অত্যন্ত প্রতিকূল আবহাওয়া, তীব্র ঠাণ্ডা এবং অক্সিজেন স্বল্পতা উপেক্ষা করে ১৩ এপ্রিল ভোররাতে (দেড়টা) সামিট শুরু করে তিনি সকাল ৮টা ৩০ মিনিটে চূড়ায় পৌঁছান।
অভিযান চলাকালীন সলোখুম্ভু অঞ্চলের অভিযাত্রীদের সঙ্গে ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার বিরোদ্ধে জনমত গঠনের চেষ্টা করেছেন বলে জানান তিনি। তিনি বলেন, আমাদের সকলের প্রত্যাশা ফিলিস্তিনি জনতার ওপর ইসরায়েল ও তাদের দোসর কর্তৃক চলমান গণহত্যা বন্ধ হবে।
বাংলাদেশি অভিযাত্রী হিসেবে জাফরের এই অর্জন দেশের জন্য এক গর্বের মুহূর্ত এবং ভবিষ্যৎ প্রজন্মকে সাহস ও মানবিকতার বার্তা দেবে।
জাফর পেশায় একজন ব্যাংকার হলেও পর্বতারোহণের প্রতি তাঁর গভীর ঝোঁক। তাঁর স্বপ্ন—সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয় করা। এই সাফল্য সেই প্রস্তুতিরই একটি ধাপ।
এছাড়া, ২০২৩ সালের জুলাই মাসে প্রথম বাংলাদেশি হিসেবে মাত্র পনের দিনের ব্যবধানে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস এবং আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমানজারো আরোহণ করেন। ২০২২ সালে হিমালয়ের মেরা পর্বত এবং ২০২৪ সালে ফ্রেন্ডশিপ পর্বত আরোহণ করেন জাফর।
For Advertisement
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
Comments: