পবিপ্রবি হারালো এক উদীয়মান তারকা” —ভাইস চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মেধাবী শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিকের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে। তাঁর স্মরণে আজ বুধবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। শোক প্রকাশ করে তিনি বলেন, “আশিক ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও একনিষ্ঠ শিক্ষার্থী। দেশ ও জাতির জন্য কিছু করার অদম্য ইচ্ছা ও সম্ভাবনা ছিল তার মধ্যে। আমরা হারালাম এক উদীয়মান তারকা—এক সম্ভাবনাময় নেতৃত্ব। এটি আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
তিনি আরও বলেন, “আশিকের অকাল মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
ভাইস চ্যান্সেলর তার বক্তব্যে থাইল্যান্ডে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর জন্য সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদ, আইন অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, পিআইডিসির সভাপতি অধ্যাপক ড. মো. আবু ইউসুফ, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক, সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খোকন হোসেন, আইটি সেকশনের পরিচালক অধ্যাপক ড. মো. শামসুজ্জামান সবুজ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, উপ-রেজিস্ট্রার মো. আবুবকর সিদ্দিক, ভাইস চ্যান্সেলরের কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. রাসেদুল করিম ও সহকারী রেজিস্ট্রার সুইন আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আশিক ছিলেন একজন অনুকরণীয় শিক্ষার্থী। তাঁর অধ্যবসায়, নিষ্ঠা ও বিনয় আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
শেষে আশিকের বিদেহী আত্মার শান্তি কামনা এবং অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মন্তব্য লিখুন