পবিপ্রবির প্রকৌশলীর বিরুদ্ধে লক্ষাধিক টাকার টাইলস আত্মসাতের অভিযোগ

এর আগে ২০২১ সালে তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছিল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. ইউনুছ শরীফের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের টাইলস আত্মসাতের অভিযোগ উঠেছে। শারদীয় দুর্গাপূজার অবকাশে ফাঁকা ক্যাম্পাস থেকে লক্ষাধিক টাকার এসব টাইলস সরিয়ে নেওয়া হয়।

- বিজ্ঞাপন -

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে প্রকৌশল দপ্তরের সামনে রাখা বিভিন্ন স্যাম্পলের মোট ৫২০টি টাইলস তিনি তার দপ্তরের এক কর্মকর্তার সহযোগিতায় সরিয়ে নেন। বাজারমূল্যে এর পরিমাণ লক্ষাধিক টাকা। ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। এ সংক্রান্ত বেশ কিছু ভিডিও ও ছবি ইতোমধ্যে গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “উপাচার্য মহোদয়ের নির্দেশে আমরা টাইলস উদ্ধারের চেষ্টা করেছি। তবে কোথা থেকে টাইলস নেওয়া হয়েছে আর কোথায় নেওয়া হয়েছে, তা নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্যে গরমিল রয়েছে। এখনও টাইলস ফেরত বা বুঝিয়ে দেওয়া হয়নি।”

অভিযুক্ত ইউনুছ শরীফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এর আগেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের নয়টি প্রকল্পে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রায় ৫৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তিনি জেলহাজতে ছিলেন এবং সাময়িকভাবে বহিষ্কার হয়েছিলেন। পরে অভিযোগ প্রমাণিত হলে আত্মসাৎকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে হয়।

- বিজ্ঞাপন -

এমন অতীত রেকর্ড থাকা সত্ত্বেও প্রশাসনের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি এখনও স্বপদে বহাল আছেন বলে অভিযোগ আছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৪৫১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক হওয়ার দাবিতে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন তিনি। বর্তমান প্রকল্প পরিচালক মো. ওবায়দুল হক অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরে ইউনুছ শরীফ আমাকে পদ ছাড়ার জন্য হুমকি দিয়ে আসছে। আমাকে গালমন্দও করেছে। এমনকি স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে ভয়ভীতি দেখিয়েছে। এ বিষয়ে আমি বারবার লিখিত অভিযোগ দিয়েছি।”

পবিপ্রবিতে একাধিকবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এই প্রকৌশলীর টাইলস আত্মসাতের ঘটনাটি ক্যাম্পাসে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button