For Advertisement

পবিপ্রবির কৃষি অনুষদের শিক্ষার্থীর মৃত্যুতে শোক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘটনাস্থল পরিদর্শন

১৫ এপ্রিল ২০২৫, ৭:৫৩:৫৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়জুড়ে। গতকাল দুপুরে তিনি দুমকী সরকারি জনতা কলেজের পুকুরে পা ফসকে পরে গেলে পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকদের অবহেলার তিনি মারা যান।

আজ (মঙ্গলবার) বেলা ১২টার দিকে পবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিনিধি দলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, আইন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, এনএফএস অনুষদের ডিন প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ এবং উপাচার্যের কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার সুইন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় নিহত শিক্ষার্থী আশিককে পুকুর থেকে উদ্ধারকারী মো. মনির হোসেনের কাছ থেকে বিস্তারিত বিবরণ শোনেন ভাইস-চ্যান্সেলর মহোদয়। ভাইস-চ্যান্সেলর মহোদয় তার সাহসিকতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আমাদের সকলের জন্যই অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে, সে লক্ষ্যে আমরা সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা বদ্ধপরিকর।”

ঘটনাস্থল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল দুমকী সরকারি জনতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল লতিফ ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে পুকুরঘাটে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের পরামর্শ প্রদান করেন ভাইস-চ্যান্সেলর।

মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স
ডেপুটি রেজিস্ট্রার
জনসংযোগ ও প্রকাশনা বিভাগ,  পবিপ্রবি।

For Advertisement

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

Comments: