পবিপ্রবির কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন

 

- বিজ্ঞাপন -

পবিপ্রবি রিপোর্ট :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খ্যাতিমান শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

এ উপলক্ষে কৃষি অনুষদ মিলনায়তনে এক হৃদয়গ্রাহী আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত ডিন নিজেই এবং অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কবিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “একজন দক্ষ, দৃষ্টিশীল ও দায়িত্বশীল ডিন একটি অনুষদকে যেমন উন্নতির পথে নিয়ে যেতে পারেন, তেমনি পুরো বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রফেসর দেলোয়ার হোসেন তাঁর সততা, প্রজ্ঞা ও নেতৃত্বগুণ দিয়ে কৃষি অনুষদকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে কৃষি অনুষদের অবদান অতুলনীয়। নতুন ডিন সেই ধারাবাহিকতা ধরে রাখবেন—এটাই প্রত্যাশা।”

- বিজ্ঞাপন -

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, সদ্য সাবেক ডিন প্রফেসর ড. পূণেনর্দু বিশ্বাস, প্রফেসর এম. জহুরুল হক, প্রফেসর ড. মোঃ আলমগীর কবির, প্রফেসর ড. মোঃ আবু ইউসুফ ও প্রফেসর ড. মোঃ কামরুল হাসান।

বক্তারা নবনিযুক্ত ডিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তাঁদের মতে, প্রফেসর দেলোয়ার হোসেনের নেতৃত্বে কৃষি অনুষদ একটি গৌরবময় নতুন অধ্যায়ের সূচনা করবে।

নিজের বক্তব্যে প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন বলেন, “এই দায়িত্ব আমার কাছে কেবল প্রশাসনিক দায়িত্ব নয়—এটি একটি পবিত্র আমানত। আমি শিক্ষার্থীবান্ধব ও গবেষণাভিত্তিক একটি অনুষদ গঠনে কাজ করে যেতে চাই। সকলের সহযোগিতা এবং দোয়া প্রত্যাশা করছি।”

অনুষ্ঠানে সদ্য প্রয়াত রিজেন্ট বোর্ড সদস্য ও ভাষা ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি ছিল এক অনন্য আবেগঘন মিলনমেলা—যেখানে শুরু হলো কৃষি অনুষদের নেতৃত্বে

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button