For Advertisement

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবসে ২ দিনব্যাপী কর্মসূচি

২৫ এপ্রিল ২০২৫, ৭:৩৪:৪৮

২৬ এপ্রিল বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ” Animal Health Takes A team”. কর্মসূচির মধ্যে রয়েছে বর্নাঢ্য র‍্যালী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্রি এনিমেল হেলথ ক্যাম্পেইন। ২৬ এপ্রিল সকাল ১০ টায় বরিশাল ক্যাম্পাসে এক বর্নাঢ্য র‍্যালী ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করবে। সকাল ১১ টায় এএনএসভিএম অনুষদের অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. এ,কে,এম, মোস্তফা আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশীদ, ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড.খন্দকার জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা: মোঃ লুতফুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা এর পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের সদস্য পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। ২৭ এপ্রিল সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ভেটেরিনারি টিচিং হসপিটালে বিনা মূল্যে পশু-পাখির চিকিৎসা প্রদান এবং ওষুধ বিতরণ করা হবে।

For Advertisement

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

Comments: