পবিপ্রবিতে ‘দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ’-এর সপ্তম বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ’-এর সপ্তম বার্ষিক কনফারেন্স। শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

- বিজ্ঞাপন -

“Strengthening Coastal Resilience through Veterinary Interventions”—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত কনফারেন্সে উপকূলীয় অঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়ন, জলবায়ু সহিষ্ণু জাত উদ্ভাবন, রোগ প্রতিরোধ ও খাদ্য নিরাপত্তা নিয়ে নানা গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,
“বাংলাদেশের উপকূল কেবল ভৌগোলিক সীমানা নয়, এটি আমাদের জাতীয় জীবনের প্রাণস্পন্দন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি ও প্রাণিসম্পদ এখন বড় চ্যালেঞ্জে। এই সংকট মোকাবেলায় ভেটেরিনারি বিজ্ঞানীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “এই সম্মেলন ভবিষ্যতের জন্য এক নতুন যাত্রা। প্রাণিসম্পদ খাত শুধু খাদ্য নিরাপত্তার নয়—এটি জাতীয় অর্থনীতির হৃদস্পন্দন। সমন্বিত গবেষণার মাধ্যমেই আমরা উপকূলীয় জীববৈচিত্র্য ও প্রাণিসম্পদ সুরক্ষায় সফল হতে পারব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবিপ্রবির প্রো-ভিসি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন এবং প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন কর্মকর্তা। সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি প্রফেসর ড. মো. আহসানুর রেজা।

- বিজ্ঞাপন -

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুব আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি উপকূলীয় অঞ্চলে টেকসই প্রাণিসম্পদ উন্নয়নে আধুনিক প্রযুক্তির প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

কনফারেন্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সংস্থার প্রায় দুই শতাধিক গবেষক, শিক্ষক ও পেশাজীবী অংশ নেন। প্রাণিস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ও ভ্যাক্সিনেশন বিষয়ে ওরাল ও পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।

দিনব্যাপী প্রাণবন্ত আলোচনা, গবেষণামূলক উপস্থাপনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে কনফারেন্সটি উপকূলীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ গঠনের অঙ্গীকারে পরিণত হয়।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button