বৃহস্পতিবার ২২ মে, ২০২৫

For Advertisement

পবিত্র ভূমি রক্ষায় বিশ্ব মুসলিমদের জন্য কোরআনে বর্ণিত নির্দেশনা

৮ এপ্রিল, ২০২৫ ১২:০৯:৫৪

পবিত্র ভূমি ফিলিস্তিন আবারও অমানবিক নিপীড়নের শিকার। নিরীহ শিশু, নারী ও পুরুষরা প্রতিনিয়ত নিস্পেষিত হচ্ছেন দখলদার শক্তির হামলায়। এ অবস্থায় কোরআন ও হাদিসের আলোকে মুসলিম উম্মাহর দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছেন আলেম সমাজ।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন— “পবিত্র সেই সত্তা, যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা।” (সুরা বনি ইসরাইল: ০১)

এই আয়াত দ্বারা বোঝা যায়, ফিলিস্তিন একটি বরকতময় ভূমি, যার মর্যাদা কোরআনে প্রতিষ্ঠিত। কেবল ফিলিস্তিনিরাই নয়, বরং সকল মুসলমানের দায়িত্ব এই ভূমির পবিত্রতা রক্ষা করা।

আল্লাহ তাআলা বলেন— “যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে, তাদেরকে অনুমতি দেওয়া যাচ্ছে (তারা নিজেদের প্রতিরক্ষার্থে যুদ্ধ করতে পারে)। যেহেতু তাদের প্রতি জুলুম করা হয়েছে… যাদেরকে তাদের ঘর-বাড়ি হতে অন্যায়ভাবে কেবল এ কারণে বের করা হয়েছে যে, তারা বলেছিল, আমাদের প্রতিপালক আল্লাহ।” (সুরা হজ: ৩৯-৪০)

মজলুম মুসলিমদের পক্ষে রুখে দাঁড়ানো কেবল আবেগ নয়, এটি ঈমানের দাবিও বটে। কোরআনে আরও এসেছে— “(হে মুসলিমগণ!) তোমাদের জন্য এর কী বৈধতা আছে যে, তোমরা আল্লাহর পথে সেইসকল অসহায় নর-নারী ও শিশুদের জন্য লড়াই করবে না, যারা দোয়া করছে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এই জনপদ থেকে- যার অধিবাসীরা জালিম- অন্যত্র সরিয়ে নাও…” (সুরা নিসা: ৭৫)

রাসুল (সা.) বলেছেন— “মুমিনরা ভালোবাসা, দয়া ও সহমর্মিতায় এক দেহের মতো। দেহের এক অঙ্গ আক্রান্ত হলে গোটা দেহ তার জন্য কষ্ট পায়।” (সহিহ মুসলিম: ২৫৮৬)

তিনি আরও বলেন— “একজন মুসলিম অন্য মুসলিমের ভাই। সে তার ভাইয়ের ওপর জুলুম করে না, তাকে শত্রুর হাতে ছেড়ে দেয় না।” (সহিহ বুখারি: ২৪৪২)

বর্তমান প্রেক্ষাপটে, মুসলিমদের এক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর এ আহ্বান শুধু আবেগতাড়িত নয়, বরং দ্বীনি দায়িত্ব। আল্লাহ বলেন— “হে মুমিনগণ! তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও… তারপর যারা ঈমান এনেছিল, আমি তাদেরকে তাদের শত্রুর বিরুদ্ধে সাহায্য করলাম, ফলে তারা বিজয়ী হলো।” (সুরা সফ: ১৪)

আল্লাহ আরও বলেন— “তোমরা আল্লাহ ও তাঁর রাসুলে ঈমান আনো এবং তোমাদের ধন-সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করো… তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন… এবং দেবেন বিজয়।” (সুরা সফ: ১০-১৩)

বিশ্ব মুসলমানদের প্রতি আল্লাহর এই আহ্বান আজ বাস্তবতার দরজায় কড়া নাড়ছে। সম্মিলিত প্রয়াসই পারে মজলুম ফিলিস্তিনিদের বিজয়ের দিকে এগিয়ে নিতে বলে মন্তব্য করেছেন আলেমগণ।

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.


Comments:

Latest

For Advertisement

প্রকাশক: মাহমুদ হোসাইন
সম্পাদক : সিকদার জোবায়ের হোসেন।   স্বত্বাধিকারী : পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।    

Developed by RL IT BD