পটুয়াখালী-৩ আসনে কোনো ভাড়াটিয়া নয়, বিএনপির প্রার্থীই হবে জনগণের পছন্দের প্রার্থী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো: হাসান মামুন বলেছেন,
এই আসনে বিএনপির প্রার্থীই নির্বাচন করবে
কোনো জামায়াতে ইসলামী, গণঅধিকার বা ইসলামী আন্দোলন নয়।”
বুধবার বিকেল ৫ টায় গলাচিপা উপজেলার আমখোলা কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপি’র এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসান মামুন বলেন, বরিশাল বিভাগে বিএনপি জোটের এখনও পাঁচটি আসন অমিমাংসিত রয়েছে। এই পাঁচটি আসনে দিনের পর দিন জামায়াতের পাল্লা ভারি হচ্ছে।
গণঅধিকারের নামে বিএনপির প্রতিটি ইউনিয়নে হামলা, মারামারি, জখম ও পাল্টা জখমের ঘটনা ঘটছে।”
তিনি আরও বলেন, জামায়াতের প্রার্থী আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরকে অনুরোধ জানাচ্ছেন, কিন্তু আমি ২০০১ ও ২০০৮ সালে এ আসনে বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট ছিলাম।
যদি বিএনপির প্রার্থী না থাকে, তাহলে গণঅধিকারের চেয়ে আমার অধিকার বেশি।
দলের মনোনয়ন প্রসঙ্গে হাসান মামুন বলেন,
কেউ টাকা দিয়ে মনোনয়ন কেনার চেষ্টা করছে। নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে, সামনে বিএনপি লেখা, কিন্তু পেছনে গণঅধিকার!
আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এখানে কোনো ভাড়াটিয়া প্রার্থী মেনে নেওয়া হবে না। আমরা শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তের অপেক্ষা করবো।”
সভাপতিত্ব করেন: আমখোলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শাহ আলম (মাস্টার)
সঞ্চালনা করেন: সাধারণ সম্পাদক মো. সোলায়মান মৃধা
বিশেষ অতিথি: উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান
প্রধান বক্তা: উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার হাওলাদার
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মো. মিজানুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, মো. হাবিবুর রহমান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মুনতাসীর মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ।
আমখোলায় অনুষ্ঠিত এ বিশাল জনসভায় হাসান মামুনের জোরালো বক্তব্যে পরিষ্কার বার্তা মিলেছে—
পটুয়াখালী-৩ আসনে কোনো ভাড়াটিয়া নয়, বিএনপির প্রার্থীই হবে জনগণের পছন্দের প্রার্থী।




আপনার মন্তব্য লিখুন