For Advertisement
পটুয়াখালী ভার্সিটির, ডিভিএম শিক্ষার্থীরা থাইল্যান্ডে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম এর শিক্ষার্থীরা থাইল্যান্ডের বিখ্যাত মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে (Mahasarakham University) আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ লাভ করেছেন।
মহাসারাখাম বিশ্ববিদ্যালয়টি হলো থাইল্যান্ডের মহাসারাখাম প্রদেশের একটি রাজকীয় সরকারি বিশ্ববিদ্যালয়, যা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা অনুষদটি বিশ্বব্যাপী প্রশংসিত এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা ও প্রশিক্ষণের পরিবেশ প্রদান করে।
এই ইন্টার্নশিপ প্রোগ্রামে পবিপ্রবির ডিভিএম ১৭ ব্যাচ থেকে মোট ২৮ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে, যা দুইটি গ্রুপে বিভক্ত। প্রথম গ্রুপ (গ্রুপ A) ১৭ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৫ পর্যন্ত এবং দ্বিতীয় গ্রুপ (গ্রুপ B) ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল ২০২৫ পর্যন্ত ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করবে। ইন্টার্নশিপটি মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা অনুষদের অধীনে অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা পোষা প্রাণীর অভ্যন্তরীণ চিকিৎসা, সার্জারি এবং ইনপেশেন্ট কেয়ার সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবে।
শিক্ষার্থীরা এই সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিস্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন এবং এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের অনুপ্রেরণা ও সহায়তাই এ আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে সহায়ক হয়েছে বলে তারা জানিয়েছেন।
ইন্টার্নশিপে অংশনেয়া ফিরোজ, জহিরুল, মোস্তাফিজ, রাহাত, আফনান, ইমরান, সাজ্জাদ, রবিন ও রোকনুজ্জামানসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, “আমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির পথ সুগম করবে না, বরং এটি জুনিয়র শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সিনিয়রদের এই অর্জন দেখেই জুনিয়ররা নিজেদের দক্ষতা ও যোগ্যতাকে আরো উন্নত করার জন্য উৎসাহিত হবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার স্বপ্নকে আরো জোরালোভাবে ধারণ করবে।”
থাইল্যান্ডে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করা নিঃসন্দেহে পবিপ্রবির জন্য গর্বের বিষয়। মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞানের পরিধি আরও সমৃদ্ধ করবে। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে, যা আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের পেশাদার ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে, যা তাদের একাডেমিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করবে। আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে তারা দেশে ও বিদেশে ভেটেরিনারি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
Latest
For Advertisement
Developed by RL IT BD
Comments: