পটুয়াখালী জেলার ডেঙ্গুর পরিস্থিতি এবং সদর হাসপাতালের প্রস্তুতি

রাকিবুল হাসান অভি

পটুয়াখালী সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত এক সপ্তাহে থেকে আজ ৯ জুলাই পর্যন্ত (ICU+ওয়ার্ড) মিলিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৬ জন মত গত ২৪ ঘন্টা সদর হাসপাতালে ডেঙ্গু নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৭জন যাদের মধ্যে অনেকেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল (সদর হাসপাতাল)‑এ আসছেন এছাড়া বেসরকারি হাসপাতাল গুলোতে ভর্তি রয়েছেন অনেকেই আরও বলা হয়েছে অনেক ডেঙ্গু রুগিদের ঢাকায় রেফার করা হয়েছে।এই দিকে অনেকেই বাসায় বসে চিকিৎসা নিচ্ছে।

- বিজ্ঞাপন -

হাসপাতালগুলোর প্রস্তুতি পর্যাপ্ত নয়—ডেঙ্গু রোগীদের জন্য আলাদা-বিভাগ বা আইসোলেশন ব্যবস্থা নেই, যা রোগীদের ও অন্যান্যদের জন্য ঝুঁকি তৈরি করছে।

ডাক্তাররা সতর্ক করেছেন যে, এই বছর রোগীদের মধ্যে অ_typical লক্ষণ দেখা যাচ্ছে—দাঁত কাঁপা, ফোঁড়াভাব, অতি ক্লান্তি সহ যা পূর্বের বছরের তুলনায় আলাদা ।

আমাদের কে জানিয়েছেন, এ বছর ডেঙ্গু সাধারণের আগে—জুন এবং জুলাই মাসেই—হঠাৎ হারে দেখা দিয়েছে, যেখানে সাধারণত এ মৌসুম আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চলে ।

স্বাস্থ্য অধিদফতর (DGHS) জেলা হাসপাতাল গুলোকে রোগীদের সঠিক চিকিৎসা দিতে এবং মশক নিয়ন্ত্রণে ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দিয়েছে

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button