পটুয়াখালী জুলাই শহীদ হত্যা মামলা নিয়ে বানিজ্য, দুই বিএনপি নেতাকে শোকজ

জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলার বিএনপির সদস্য ও মাদারবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ ও তার পুত্র উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আইনজীবী মশিউর রহমানকে শোকজ করেছে জেলা বিএনপি। গতকাল রোববার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

- বিজ্ঞাপন -

চিঠিতে বলা হয়, আপনাদের বিরুদ্ধে জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। যা সংগঠনের শৃংখলা, নীতি ও আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়। এ প্রেক্ষাপটে কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।

তবে শোকজের নোটিশের বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি ও তার পিতা সদর উপজেলা বিএনপির সদস্য ও মাদারবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ। নির্দিষ্ট সময়ে নোটিশের জবাব তারা দিবেন বলে জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার মেরুল বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামের কামাল আকনের ছেলে আবু রায়হান। পরদিন ৬ আগস্ট আবু রায়হানকে নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়। দাফনের প্রায় ৮ মাস পর আবু রায়হানের পিতা কালাম হোসেন বাদী হয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ২২৪ জনের নাম উল্লেখ করে ঢাকার আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button