পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ১৯ জনের নামে মামলা, আটক ২

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ১৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কলেজ শাখার (নিষিদ্ধ) সভাপতি জায়েদ প্যাদাকে ১ নম্বর আসামি করা হয়েছে।

- বিজ্ঞাপন -

রোববার সকালে দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে “জয় বাংলা” ও “হটাও ইউনূস, বাঁচাও দেশ” স্লোগান দেন। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ইমাম হোসেন(সাগর) ও রুবেল হোসেন নামে দুজনকে আটক করে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, “নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -
Back to top button