পটুয়াখালীর তিনটি আসনে প্রার্থী দিল গণঅধিকার পরিষদ

বাংলাদেশ গণঅধিকার পরিষদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে পটুয়াখালীর চারটি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি।
বৃহস্পতিবার রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির শীর্ষ নেতারা।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন:
•পটুয়াখালী-১ (সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম
•পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদের সদ্য সাবেক আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর
•পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনে মো. রবিউল ইসলাম
দলটির নেতারা জানান, বাকি একটি আসন অর্থাৎ পটুয়াখালী-২ (বাউফল) আসনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি, শিগগিরই সেই আসনেও প্রার্থী ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা তাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই দলটি দেশের বিভিন্ন আসনে তরুণ, পেশাজীবী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী মনোনয়ন দিয়েছে।
দলীয় সূত্র জানায়, এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী দিচ্ছে গণঅধিকার পরিষদ। দলের নেতারা আশা করছেন, জনগণ তাদের প্রার্থী ও আদর্শকে সমর্থন জানাবে।
আপনার মন্তব্য লিখুন