পটুয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা নুরুজ্জামান মুন্সী ওরফে নুরছিকে (২৮) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

- বিজ্ঞাপন -

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, ২০২১ সালে রাকিবুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এসময় তার এক হাত কব্জির কাছ থেকে কেটে ফেলা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল মারা যান। এই ঘটনার পর থেকেই আসামি নুরুজ্জামান পলাতক ছিলেন।

বুধবার (১৪ মে) নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে বৃহস্পতিবার রাতে তাকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। একইদিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button