পটুয়াখালীতে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাবা মোশাররফ

পটুয়াখালী সদর উপজেলার সেহাকাঠী গ্রামে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। রাতের গভীরে ঘরের সিধ কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা, আর সেই দুর্বৃত্তদের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা মোশাররফ হাওলাদার (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘরের সিধ কেটে ভিতরে প্রবেশ করে দুইজন অল্পবয়সী যুবক। তারা ঘুমন্ত মেয়ের পা ধরে টান দিতে থাকে। মেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে ছুটে আসে মা ও বাবা।
এসময় মোশাররফ হাওলাদার চোরদের আটকাতে চেষ্টা করলে, এক দুর্বৃত্ত ছুরি দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
মোশাররফের মেয়ে জানিয়েছে, “দুইজন অল্পবয়সী ছেলে ছিল, তারা মুখ ঢেকে রেখেছিল।”
এই নির্মম ঘটনায় পুরো সেহাকাঠী গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, “মোশাররফ ছিলেন সবার আপনজন। নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিলেন — এরচেয়ে বড় বেদনা আর কী হতে পারে।”
এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দোষীদের শনাক্তে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।




আপনার মন্তব্য লিখুন