পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

পটুয়াখালীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

- বিজ্ঞাপন -

সদর উপজেলার বিভিন্ন বেসরকারি কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ কর্মসূচি আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বিএনপি মনোনীত পটুয়াখালী-১ আসনের ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

আবদুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবদুল করিম মৃধা কলেজের সভাপতি তৌফিক আলী খান কবির, আলতাফ হোসেন চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. গোলাম রহমান এবং জেলা বাসশিসের সভাপতি শবনব মোস্তারী (পিরু)।

এছাড়াও বক্তব্য রাখেন আবদুল করিম মৃধা কলেজের অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, এসএম সিকান্দার আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফেরদৌসি বেগম মিলি, জেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সফিকুল ইসলাম, জেলা বাসশিসের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান, উপজেলা বাসশিসের সভাপতি মো. ইমাম হোসেন এবং দক্ষিণ কেওয়াবুনিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আলমগীর ইসলাম।

- বিজ্ঞাপন -

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের মাটিতে তার স্মরণকালের সর্ববৃহৎ জানাজা ও বিশাল ধর্মীয় আয়োজন প্রমাণ করে তিনি কেবল একজন রাজনৈতিক নেত্রী নন; তিনি ছিলেন ১৮ কোটি মানুষের হৃদয়ের আপনজন ও সমগ্র বাংলাদেশের অভিভাবক।”

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button