বৃহস্পতিবার ২২ মে, ২০২৫

For Advertisement

পটুয়াখালীতে বরিশাল বিভাগের রোভার স্কাউটদের নেতৃত্ব বিকাশ ও স্কাউট অ্যাওয়ার্ড অর্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০ মে, ২০২৫ ২:২৪:৪১

আসাদুল্লাহ হাসান মুসা

বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের উদ্যোগে বরিশাল বিভাগীয় সিনিয়র রোভারমেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বিষয়ক দিনব্যাপী কর্মশালা পটুয়াখালী সরকারি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মশালায় বরিশাল বিভাগের ছয়টি জেলা থেকে আগত রোভার স্কাউটের প্রায় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল রোভার স্কাউটদের নেতৃত্বগুণ বিকাশ করা এবং প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (পিআরএস) ও সমাজ উন্নয়ন (সিডি) অ্যাওয়ার্ড অর্জনের বিস্তারিত নিয়ম-কানুন ও মানদণ্ড নিয়ে সচেতনতা তৈরি করা।

কর্মশালাটি সঞ্চালনা করেন ড. মো: আমিনুল ইসলাম টিটু, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী জেলা রোভার ও ডেপুটি রেজিস্ট্রার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো: নজরুল ইসলাম খান, এল.টি., আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক), বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল এবং অধ্যক্ষ, মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দীন, পটুয়াখালী সরকারি কলেজ।

কর্মশালার বিভিন্ন সেশনে স্কাউটদের নেতৃত্ব প্রদানের মৌলিক বিষয়াবলি, কার্যকর যোগাযোগ দক্ষতা, টিম ম্যানেজমেন্ট এবং সমস্যা সমাধান কৌশল নিয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়া পিআরএস ও সিডি অ্যাওয়ার্ডের আবেদন প্রক্রিয়া, কার্যক্রমের মান ও সময়কাল, রিপোর্ট তৈরি এবং মূল্যায়নের মানদণ্ড সম্পর্কে অংশগ্রহণকারীদের সুনির্দিষ্ট ধারণা দেওয়া হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্কাউটিং তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও সেবামূলক কাজে উদ্বুদ্ধ করার অন্যতম প্রধান মাধ্যম। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে স্কাউটরা সাহসী ভূমিকা রেখেছে। করোনাকালীন সময় থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ এবং নানা সমাজসেবামূলক কার্যক্রমে স্কাউটদের অবদান অনস্বীকার্য। যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

উপস্থিত স্কাউটরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই কর্মশালা থেকে তারা নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা আরও গভীরভাবে অনুধাবন করতে পেরেছেন। তারা ভবিষ্যতে নিজেদের জেলা ও উপজেলায় স্কাউটিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, রোভার স্কাউটদের মধ্যে নেতৃত্বগুণের বিকাশ ও সমাজসেবামূলক কাজে তাদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা অব্যাহত থাকবে।

 

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.


Comments:

Latest

For Advertisement

প্রকাশক: মাহমুদ হোসাইন
সম্পাদক : সিকদার জোবায়ের হোসেন।   স্বত্বাধিকারী : পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।    

Developed by RL IT BD