For Advertisement
পটুয়াখালীতে ‘ফিসনেট’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জেলেদের জীবনমান উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারে লক্ষ্য স্থির করে পটুয়াখালীতে শুরু হয়েছে ‘ফিসনেট’ প্রকল্প। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর উদ্যোগে এ প্রকল্পের উপকূলের তিনটি জেলায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর আর্থিক সহায়তায় প্রকল্পটি ২০২৮ সাল পর্যন্ত বাস্তবায়িত হবে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আকিব রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহসিন উদ্দীন।
প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ শাজাহান উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফিসনেট প্রকল্পের কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর মোঃ রকিবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বলেন, “ফিসনেট প্রকল্পের মাধ্যমে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার প্রান্তিক জেলেদের জীবিকা উন্নয়ন, টেকসই মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া যাবে। এই প্রকল্পের কার্যক্রম ধাপে ধাপে জেলার অন্যান্য উপজেলায় সম্প্রসারণের আহ্বান জানাই।”
ফিসনেট প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ রেজওয়ানুল হক চৌধুরী প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে সভায় বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, ‘এই প্রকল্প শুধু আয় বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রান্তিক জেলে পরিবারের জীবনমান উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নেও ভূমিকা রাখবে।’
এসময় সভায় জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেটগন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, মৎস্য সংগঠনের প্রতিনিধিসহ উপকারভোগী জেলে পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
Latest
For Advertisement
Developed by RL IT BD
Comments: