পটুয়াখালীতে নিজ বসতঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে নিজ বসতঘর থেকে এক দম্পতির ম”রদে”হ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। দুটি মৃ”ত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে চাঞ্চল্য বেড়েছে চিরকুটে লেখা কথাগুলো নিয়ে। প্রাথমিকভাবে পুলিশ ভাষ্য ও পরিবারের দাবি, তারা গলায় ফাঁ/ স দিয়ে আ/ত্মহ/ ত্যা করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের উত্তর চালিতাবুনিয়া গ্রাম থেকে ম”রদে”হ দুটি উদ্ধার করা হয়। তবে স্থানীয়রা বলছেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- ওই গ্রামের রাকিব প্যাদা (৩০) ও তার স্ত্রী সোহাগী বেগম (২৫)।
চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার মোশাররফ হোসেন বলেন, দুই জনের গ”লায় ফাঁ”সের দাগ রয়েছে। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন ঝুলন্ত লা”শ নিচে নামিয়ে রেখেছিলো। স্থানীয়দের কাছে শুনেছি স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা ছিলো। ১০-১২ দিন আগেও নাকি ঝামেলা হয়েছিলো।
এদিকে স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহত দম্পতির প্রতিবেশী এক আত্মীয় ঘরে ঢুকে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চিৎকার করলে স্বজনরা এসে লা”শ নামিয়ে ফেলেন। ওই দম্পতির সাত বছর বয়সী এক সন্তান রয়েছে।
অপরদিকে ওই দম্পতির ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ডায়েরির দুটি পাতায় তাদের সই করা চিরকুট পাওয়া গেছে। এতে অনেক কথার সঙ্গে লেখা আছে, ‘মানসম্মান সব গেছে বাঁ”চ্ছা থাইকা কি হবে ‘- এই বাক্যটিকে ঘিরে তৈরি হয়েছে রহস্য।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button