পটুয়াখালীতে নবম শ্রেণির ছাত্রদের উপর কিশোর গ্যাং এর হামলা, আহত-২

ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট পূর্ববিরোধের জের ধরে পটুয়াখালীর তুষখালী এলাকায় নবম শ্রেণির দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৭ অক্টোবর ২০২৫) সকালে তুষখালীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ হামলার শিকার হয় তারা।
আহতরা হলেন নবম শ্রেণির ছাত্র মো. সাকিব সিকদার ,পিতা: আবুল বাশার সিকদার, গ্রাম: নন্দীপাড়া, ইউনিয়ন: মাদারবুনিয়া এবং মো. সানি সিকদার, পিতা: সাইদুল সিকদার, গ্রাম: নন্দীপাড়া, ইউনিয়ন: মাদারবুনিয়া। বর্তমানে তারা পটুয়াখালী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠী মো. সাজিদ জানান, সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় হঠাৎ করে মো. হাসিব ,পিতা: মাহাবুব মৃধা, গ্রাম: তুষখালী, ইউনিয়ন: ছোটবিঘাই এবং মো. সজিব, পিতা: রিপন মৃধা, একই গ্রাম ও ইউনিয়ন, তাদের দলবল নিয়ে অতর্কিতে সাকিব ও সানির ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়।”
ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর তারা থানায় অভিযোগ জানাতে গেলে এখনো পর্যন্ত কোনো মামলা গ্রহণ করা হয়নি। তবে থানার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, “ অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় সচেতন মহল দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
আপনার মন্তব্য লিখুন