পটুয়াখালীতে দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তরা বশির শরিফ (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে ।  নিহত বশির পেশায় একজন দিনমজুর এবং বদরপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয়রা ধারনা করেছেন, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে দিনমজুরের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নিজ এলাকার বশির শরিফের বাড়ির পাশের এলাকায় পৌঁছালে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। একের পর এক কোপে গুরুতর জখম করে ঘটনাস্থলেই তাকে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
এর পর শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বের হয়ে স্থানীয়রা বাড়ির পাশের একটি রাস্তার ওপর বশির শরিফের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে। খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় পুরো এলাকায় শোকের মাতম শুরু হয়।
খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button