For Advertisement

জেলা বার এসোসিয়েশনের নির্বাচন

পটুয়াখালীতে জামায়াতের আইনজীবীদের মনোনয়ন পত্র ছিনিয়ে নিলো বিএনপি পন্থীরা

১১ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২১:০৮

পটুয়াখালী বার এসোসিয়েশনের নির্বাচনে জামায়াত সমর্থিত আইনজীবীদের মনোনয়ন ফরম কিনতে বাঁধা ও হামলার অভিযোগ উঠেছে বিএনপি পন্থী আইনজীবীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে জামায়াত পন্থী আইনজীবীদের ওপর হামলা ও মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। এতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার(পিপি)  ও জামায়াত নেতা এডভোকেট রুহুল আমিন, পৌর জামায়াতের ৬নং ওয়ার্ডের সহ সভাপতি এডভোকেট মো. মহিউদ্দিন ও জামায়াত কর্মী গাজী মোহাম্মদ হুমায়ূন কবির লিটন আহত হন। এরমধ্যে গুরুতর আহত এডভোকেট রুহুল আমিনকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানাগেছে, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ফরম ক্রয় ও দাখিলে দিন ধার্য ছিল। দুপুর ১২টার পর পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নাজমুল আহসান, আহত পিপি রুহুল আমিন জামায়াত সমর্থিত  আইনজীবীরা ফরম ক্রয় ও দাখিলের জন্য আইনজীবী সমিতির ভবনে উপস্থিত হয়। এসময় বিএনপিপন্থী  আইনজীবী অ্যাডভোকেট শরীফ সালাউদ্দিনের,  কালাম ওরফে জাসদ কালাম, মাহাবুবুর রহমান সুজন ও এডভোকেট আরিফুর রহমান রিয়াজ সহ বিএনপির সমর্থীত অন্তত ৫০ জন আইনজীবী ফরম ক্রয় বাঁধা দেয় এবং তাদের উপর হামলা চালায়। একপর্যায়ে জামায়াত সমর্থিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মো. মহিউদ্দিন সহ কয়েকজন প্রার্থীর মনোনয়ন পত্র ছিনিয়ে নেন তারা।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানাযায়, আগামী ২৭ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আজ (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৩ পর্যন্ত  ৯ টি পদে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় ছিল। এতে জামায়াত সমর্থিত জেলা ল ইয়ার্স কাউন্সিল উক্ত ৯ টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে ৬ টি পদে মনোনয়নপত্র বিক্রি করে নির্বাচন কমিশন।  তবে বাকি তিনটি পদ, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সদস্য পদে মনোনয়ন চাইলে জামায়াত সমর্থিত ল ইয়ার্স কাউন্সিল আইনজীবীদের উপর হামলা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা।

এদিকে নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট মোহসীন উদ্দিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বাকি দুজন নির্বাচন কমিশনার বিএনপি সমর্থিত আইনজীবী। তাই সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করছেন আইনজীবীরা।

For Advertisement

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

Comments: