বৃহস্পতিবার ২২ মে, ২০২৫

For Advertisement

পটুয়াখালীতে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব হযরত মাওলানা শাহ্ সূফি মোহাম্মদ মোহেবুল্লাহ (রহ.) এর স্মরণে পথচারীদের মাঝে শরবত ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১১ মে, ২০২৫ ১:১৭:৫৭

পটুয়াখালীতে হিযবুল্লাহ ব্লাড মিশনের উদ্যোগে তীব্র রোদের তাপদাহে কান্ত পথচারীদের মাঝে ঠাণ্ডা শরবত ও স্যালাইন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১/০৫/২০২৫) সকাল ১০টায় পটুয়াখালী শহরের সোনালী ব্যাংক মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে হিযবুল্লাহ ব্লাড মিশনের সদস্যবৃন্দ, স্থানীয় মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

আয়োজক সংগঠন জানায়, পটুয়াখালী খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্স হাফেজী মাদ্রাসা উদ্বেগে কর্মসূচি পরিচালিত হয়। ভবিষ্যতেও এধরনের মানবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, “ধর্মীয় অনুপ্রেরণা ও মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। এমন কাজ সমাজে সৌহার্দ্য এবং সহমর্মিতা গড়ে তোলে।

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.


Comments:

Latest

For Advertisement

প্রকাশক: মাহমুদ হোসাইন
সম্পাদক : সিকদার জোবায়ের হোসেন।   স্বত্বাধিকারী : পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।    

Developed by RL IT BD