পটুয়াখালীতে গণতান্ত্রিক ছাত্র সংসদের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

“জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী কেমন ছাত্র রাজনীতি চাই?” — পটুয়াখালীতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

- বিজ্ঞাপন -

পটুয়াখালী, ২০ জুন ২০২৫ (শুক্রবার):
“জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী কেমন ছাত্র রাজনীতি চাই?” — এই গুরুত্বপূর্ণ প্রশ্নকে কেন্দ্র করে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, পটুয়াখালী জেলা শাখার আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য সচিব মোঃ জাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন

আবদুল্লাহ আন নাহিয়ান, চেয়ারম্যান, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মোঃ তানভির, এইচআরডি সম্পাদক, পটুয়াখালী জেলা ছাত্র শিবির

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মোঃ মহসিন ইসলাম, সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা। এইচ আহমদউল্লাহ, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আবু রাহাত হেলাল, সংগঠক, কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আছিয়া আক্তার রেমিজা, যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ

- বিজ্ঞাপন -

আয়োজনে সংগঠক হিসেবে ছিলেন:
রাইয়ান ফেরদৌস (সংগঠক), আরিফ হোসেন (যুগ্ম সদস্য সচিব) ও আব্দুল্লাহ মোহাম্মদ তানভীর (যুগ্ম আহ্বায়ক)।

জেলা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ তোফাজ্জেল হোসাইন, সজিবুল ইসলাম সালমান, মিরাজ ইমতিয়াজ, রিফায়েত কবির, আহমেদ ফাহাদ, মারিয়া ইসলাম উর্মি, তানজিলা আক্তার শিমু।

আলোচনার মূল বক্তব্য: আলোচকরা১৯৫২সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১সালের মুক্তিযুদ্ধে ছাত্রদের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, সেই চেতনার আলোকে আজকের ছাত্র রাজনীতি হওয়া উচিত গণতান্ত্রিক, নীতিনিষ্ঠ ও মূল্যবোধভিত্তিক।
তাঁদের মতে, নেতৃত্ব তৈরির মাধ্যম হিসেবে ছাত্র রাজনীতি আজ নানাভাবে ক্ষতিগ্রস্ত। তাই প্রয়োজন শৃঙ্খলা, মানবিকতা, সহনশীলতা এবং মতপ্রকাশের স্বাধীনতার ভিত্তিতে একটি নতুন ছাত্র রাজনীতি গড়ে তোলা।

তাঁরা আরও বলেন, “জুলাই আন্দোলনের শিক্ষাই আমাদের ভবিষ্যতের পথ দেখায়— যেখানে রাজনীতি মানে হবে আদর্শ, সংগ্রাম এবং জনস্বার্থ।”

সাংস্কৃতিক অনুষ্ঠান: আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গান, কবিতা এবং নাট্যাংশের মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরেন মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার বার্তা। এতে নতুন প্রজন্মের ভেতরে দেশপ্রেম ও রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে উৎসাহ জোগায়।

সমাপ্তি বার্তা: বক্তারা বলেন, “গণতন্ত্র চর্চা শুরু হোক ছাত্র রাজনীতি থেকেই। আদর্শিক ও মানবিক নেতৃত্বের বিকাশ ঘটাতে না পারলে আগামী প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়া সম্ভব হবে না। তাই এখনই সময় — একটি নৈতিক ও আদর্শিক ছাত্র রাজনীতির ভিত্তি গড়ে তোলার।”

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button