পটুয়াখালীতে কোস্ট গার্ড–মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২ হাজার ১৭০ কেজি জাটকা জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখ বুধবার রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদর থানাধীন টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ১৫ লাখ ১৯ হাজার টাকা মূল্যের মোট ২ হাজার ১৭০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। এ সময় বাসটির চালক, সুপারভাইজার ও হেল্পারের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে বাসটি ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় একটি মাদ্রাসা এবং গরিব ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও জাটকা নিধন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




আপনার মন্তব্য লিখুন