পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৭ লাখ টাকার জাটকা জব্দ

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদর থানাধীন টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওই এলাকায় একটি সন্দেহজনক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় বাসের চালক ও হেল্পারকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা এবং গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও জাটকা রক্ষা কার্যক্রম জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।




আপনার মন্তব্য লিখুন