পটুয়াখালীতে কৃষকের ওপর হামলা: বিএনপি নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

পটুয়াখালী সদর উপজেলার ১২ নং বড় বিঘাই ইউনিয়নে চাঁদাবাজি ও দখলদারীর প্রতিবাদ করায় কৃষক আব্দুল হাকিম (৬৮) হত্যাচেষ্টার শিকার হয়েছেন। গত রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

- বিজ্ঞাপন -

অভিযোগ উঠেছে, পটুয়াখালী সদর থানা বিএনপির সহ-সভাপতি নূরুল ইসলাম হাওলাদারের মদদে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার এ হামলার নেতৃত্ব দেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, আব্দুল হাকিমের ছেলে আল আমিন হাওলাদার সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) আনোয়ার হোসেন হাওলাদারের চাঁদাবাজি ও দখলদারীর বিরুদ্ধে একটি পোস্ট দেন। এর জের ধরে আল আমিনকে না পেয়ে আনোয়ার ও তার সহযোগীরা কৃষক আব্দুল হাকিমের ওপর হামলা চালায়। প্রথমে তাকে মারধর করা হয় এবং পরে ধারালো ছুরি দিয়ে জখম করা হয়।

এর আগে আল আমিন হাওলাদারের ওপর একাধিকবার হামলা চালানোর অভিযোগ রয়েছে আনোয়ার হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় পূর্বেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

আল আমিন হাওলাদার অভিযোগ করেন, “আনোয়ার হোসেন ও তার লোকজন প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারকে খুনের হুমকি দিচ্ছে। এ কারণে আমি এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না।”

- বিজ্ঞাপন -

তবে এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদারের মুঠোফোন নাম্বার সংগ্রহ করে তার মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পোওয়া যায়।

স্থানীয়রা জানান, ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button