পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের চার সদস্য গ্রেফতার

পটুয়াখালী সদর থানার পুলিশ অভিযান চালিয়ে চার কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

- বিজ্ঞাপন -

গ্রেফতার হওয়া চারজনের মধ্যে রয়েছেন তালহা মৃধা (২০), মো. আল কাইয়ুম রিফাত (২১), মো. নাজমুল হাসান (১৯) এবং মো. সিয়াম সিকদার ওরফে আকাশ (১৯)। তারা শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে প্রচলিত ভয়ভীতি ও মারামারি করে অর্থ আদায়ের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল।

পুলিশ জানায়, চক্রটির সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল করার ভয়ে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করত। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তদন্তে দেখা গেছে, এই চক্র শহরের সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করছিল। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা বর্তমানে আদালতে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ বলেন, “কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ দৃঢ় অবস্থান নিয়েছে। শহরের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button