পটুয়াখালীতে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার।।
পটুয়াখালীতে কিশোরকন্ঠ মেধাবৃত্তি প্রতিযোগীতার ফলাফল ঘোষনা করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের হলরুমে এ ফলাফল ঘোষনা করা হয়। এতে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী শরিফ আরেফিন সর্বোচ্চ নম্বর পেয়ে ল্যাপটপ বিজয়ী হন। এছাড়াও অংশ্রগহনকারী ১৪১২ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন ট্যালেন্টপুল এবং ৬৬ জন সাধারণ শিক্ষাবৃত্তি প্রাপ্ত হয়েছেন।
ফলাফল ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা শাখা চেয়ারম্যান রাকিবুল ইসলাম নূর।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবে সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের আহবায়ক জাকির হোসেন, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এস ইমরান নাজির, পৌরসভা প্রতিনিধি ইমরান হোসাইন, সদর উপজেলা প্রতিনিধি যুবায়ের হোসেন, দুমকি প্রতিনিধি মাসুদ রানা।
এসময় বক্তারা বলেন, কিশোরকন্ঠ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে গত ১৯ ডিসেম্বর ৫ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৪১২ জন শিক্ষার্থী। এরমধ্যে ৯১ জন শিক্ষাবৃত্তি প্রাপ্ত হয়েছেন। সর্বোচ্চ নম্বর পেয়ে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী শরিফ আরেফিন ল্যাপটপ বিজয়ী হন। এছাড়া ৯০ জনের মধ্যে শিক্ষাবৃত্তি হিসেবে ২ লাখ টাকা প্রদান করা হবে।
সকল বিজয়ীকে নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হবে।
আপনার মন্তব্য লিখুন