পটুয়াখালীতে এনসিপি ও সহযোগী সংগঠনের সাথে যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত

আসাদুল্লাহ হাসান মুসা: দেশের তরুণ সমাজকে সংগঠিত করে গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এগিয়ে নিতে পটুয়াখালীতে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১১ জুন বিকেল ৪টায় পটুয়াখালী শহরের মল্লিকা রেস্তোরাঁর হল রুমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

- বিজ্ঞাপন -

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নেসার উদ্দিন এবং যুগ্ম সদস্য সচিব রাশেদুল ইসলাম খালিদ। এসময় পটুয়াখালী জেলার জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে বৈষম্য দূর করে ন্যায়ের পথে সমাজ গড়ে তুলতে হলে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারা আরও জানান, রাজনৈতিক সচেতনতা, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতা তৈরির জন্য এ ধরনের সমন্বিত উদ্যোগ সময়ের দাবি। সভায় সংগঠনগুলোর পক্ষ থেকে আগামী দিনের কর্মপন্থা, একযোগে সামাজিক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গঠনের লক্ষ্যে একটি সমন্বিত রোডম্যাপ তৈরির প্রস্তাবও দেওয়া হয়। সভাটি ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত একটি মতবিনিময় ও পরিকল্পনামূলক মিলনমেলা। এই আয়োজন তরুণ সমাজের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও দায়িত্বশীল নেতৃত্ব গঠনে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারী নেতারা।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button