পটুয়াখালীতে এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

- বিজ্ঞাপন -

পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার সংগঠকদের নিয়ে মঙ্গলবার বিকেল পাঁচ ঘটিকায় পটুয়াখালী শহরের হোটেল স্টারে এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময়  এনসিপির প্রত্যেকে উপজেলা ও জেলা প্রতিনিধিসহ জাতীয় যুব শক্তি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, বিপ্লবের চেতনাকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টিকে এগিয়ে যেতে হবে। তিনি সকলের উদ্দেশ্যে এনসিপির সদস্য সংগ্রহ, ক্লিন ইমেজের ব্যক্তিদের মাধ্যমে কমিটি নির্বাচন, অফিস কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এনসিপি নেতা ডাক্তার সাইমুম, বশির উদ্দিন, জিনাত জাহান, রাশেদ, ফাহাদ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক জাকির হোসেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক সিন্থিয়া ইসলাম প্রমুখ।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button