পটুয়াখালীতে আসামি ধরতে গিয়ে পা ভাঙল পুলিশ কর্মকর্তার

কলাপাড়ায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন পুলিশের এসআই মাইনুল হাসান (৩৬)।

- বিজ্ঞাপন -

সোমবার সন্ধ্যার পরে ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তার ডান পায়ের হাড় ভেঙে গেছে বলে তিনি জানিয়েছেন।

তাকে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশালে নেওয়া হয়েছে।

জানা গেছে, আসামি সাখাওয়াত মৃধাকে গ্রেপ্তার করতে যান এসআই মাইনুল হাসান। টের পেয়ে দৌড় দেয় সাখাওয়াত মৃধা। ধাওয়া করেন মাইনুল।

দৌড়াতে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি। ডান পায়ে গুরুতর জখম হয়। একটি হাড় ভেঙে যায়।

- বিজ্ঞাপন -

এ সুযোগে আসামি পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় এসআই মাইনুলকে কলাপাড়া হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে বরিশাল প্রেরণ করেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button