পটুয়াখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি: আর্ত মানবতার সেবায় পটুয়াখালীতে কম্বল বিতরণ কর্মসূচি পালন করছে পটুয়াখালী শাখা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২ টায় ব্যাংকের পটুয়াখালী শাখার ব্যবস্থাপক মোঃ নেয়ামত উল্লাহ’র তত্ত্বাবধানে আয়োজিত কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন এলজিইডির প্রকৌশলী মোঃ শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম মৃধা, মোঃ মুজিবর রহমান, সাংবাদিক ফিরোজ আহম্মেদ ও পটুয়াখালী আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের অপারেশন ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম।
এসময় স্থানীয় শীতার্ত সাড়ে চারশত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রতি বছরই পটুয়াখালী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার।




আপনার মন্তব্য লিখুন