পটুয়াখালীতে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫’ পালিত

‘‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, পটুয়াখালীর আয়োজনে ও সনাক-টিআইবি, পটুয়াখালীর সহযোগিতায় ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫’ পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহসিন উদ্দীন এর সভাপতিত্বে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

- বিজ্ঞাপন -

শুরুতেই ‘তথ্য অধিকার আইন ২০০৯’ এবং জাতীয় তথ্য বাতায়নের ‘পটুয়াখালী জেলার সরকারি অফিস সমূহের পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২৫’ বিষয়ক দু’টি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা সকলের সামনে তুলে ধরেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম। তিনি পটুয়াখালী জেলার ৮১টি ওয়ভে পোর্টালের পর্যবেক্ষণের প্রতিবেদন সকলের সামনে তুলে ধরেন। পাশাপশি বিগত বছরের সাথে বর্তমান পর্যবেক্ষণের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। পটুয়াখালী জেলার সরকারি অফিস সমূহের ওয়েব পোর্টালসমূহ হালনাগাদ করার জন্য কতিপয় সুপরিশ তুলে ধরেন।

আলোচনায় বক্তারা বলেন, ‘‘ তথ্য পাওয়া জনগণে একটি মৌলিক অধিকার। কেউ তথ্য চাইলে সরকারি- বেসরকারি সকল অফিস তথ্য দিতে বাধ্য থাকবে। সকলকে স্বচ্ছ থাকতে হবে এবং জনগণে নিকট দায়বদ্ধ থাকতে হবে। সকল অফিসের ওয়েব পের্টাল হালনাগাদ রাখতে হবে। তাহলে সেখান থেকেই তথ্যের চাহিদা অনেকাংশে পূরণ হবে।’’

আলোচনায় অংশগ্রহণ করেন অনিমেষ হালদার, উপপরিচালক, জেলা তথ্য অফিস, অ্যাড. সহিদুর রহমান, সভাপতি, সনাক-পটুয়াখালী, এইচ, এম শামীম অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মো. জাকির হোসেন, আহ্বায়ক, পটুয়াখালী প্রেসক্লাব, কে এম এনায়েত হোসেন, নির্বাহী পরিচালক, এসডিএ, ইয়েস সহদলনেতা আবদুল্লাহ আল ইমন, সদস্য মো. রিয়াজ উদ্দিন মৃধা। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, সনাক ও ইয়েস সদস্যবৃন্দ।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button