নৌ পুলিশের অভিযান, ৫০ কেজি জাটকা জব্দ

আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের অভিযানে ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সমুদ্র উপকূল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)ইয়াসিন সাদেক। এসময় কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে নিষিদ্ধ জাটকা পরিবহনকারী এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। জব্দকৃত ৫০ কেজি জাটকা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন,
জাটকা সংরক্ষণ আমাদের জাতীয় দায়িত্ব। দেশের ইলিশ সম্পদ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচের ইলিশ (জাটকা) আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫(১) ধারায় এই অপরাধে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা বা ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণে নিয়মিত তদারকি ও অভিযান চলমান থাকবে।




আপনার মন্তব্য লিখুন