নৌকায় বাঁধা জীবন — পানির বুকে একটি মানতা জনগোষ্ঠীর গল্প

রাকিবুল হাসান অভি

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ চরাঞ্চল ও নদীপাড়ের জীবন যেন এক চলমান জলছবির মতো। সেই ছবির এক ক্যানভাসে আঁকা আছে নৌকায় বসবাসকারী এক বিশেষ মানতা জনগোষ্ঠীর জীবনের গল্প। যারা নদীকেই করেছে আপন, আর নৌকাকেই গৃহ।

- বিজ্ঞাপন -

জীবনের শুরু নৌকায়, শেষও সেখানেই

এই মানতা জনগোষ্ঠীর অনেকে জন্ম নেয় নৌকায়, বেড়ে ওঠে জলের সঙ্গে যুদ্ধ করে। তাদের ঘর মানেই একটি কাঠের নৌকা, যেটি বর্ষায় ভাসে আবার শুষ্ক মৌসুমে কাদায় গেঁথে যায়। নৌকা থেকেই রান্না, ঘুম, ধর্মীয় কাজ, এমনকি সামাজিক অনুষ্ঠানও চলে। যেন এক চলমান বসতি।

জীবিকার জাল—নদীর বুকেই রুজির সন্ধান

জীবিকার প্রধান অবলম্বন মৎস্য শিকার ও ছোটখাটো নৌকাবাণিজ্য। পুরুষেরা প্রতিদিনই রওনা দেয় মাছ ধরতে, নারীরা সহায়তা করে মাছ শুকিয়ে বাজারজাত করতে। কেউ কেউ বাচ্চাদের নিয়ে নদীতেই গড়ে তোলে ছোট ‘নৌকা স্কুল’। শিশুরা হেলাফেলা করে না শিক্ষা থেকে—যতটুকু সুযোগ পায়, ততটুকু আঁকড়ে ধরে।

- বিজ্ঞাপন -

জলের ওপর সমাজ, কিন্তু সুবিধা পায় না মূলভূখণ্ডের, তাই নাগরিক সুযোগ-সুবিধা থেকে তারা অনেকটাই বঞ্চিত। নেই বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি বা শৌচাগারের সুবিধা। প্রাকৃতিক দুর্যোগে তাদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। সরকার বা এনজিও সহায়তা এলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।

এই জনগোষ্ঠী নিজস্ব সাংস্কৃতিক ধারা আছে একধরনের সাংস্কৃতিক চর্চা গড়ে উঠেছে। গান, গল্প, ও লোককাহিনী তাদের মনোবল ধরে রাখে। নদী ও জোয়ারের ছন্দে বাঁধা তাদের সুর—ভেসে চলে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে।

জলবায়ু পরিবর্তন, নদীভাঙন ও প্রশাসনিক অবহেলার ফলে এই জনগোষ্ঠীর ভবিষ্যৎ অনিশ্চিত। তবুও তারা লড়ছে, টিকে থাকার সংগ্রামে জেগে আছে এক আত্মমর্যাদার জীবন।
নৌকার জীবন শুধু কষ্টের নয়—এ এক সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি, যেখানে নদীই শিক্ষক, পথপ্রদর্শক এবং বাঁচার অবলম্বন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button