নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কুয়াকাটায় মশাল মিছিল

আবুল হোসেন রাজু

- বিজ্ঞাপন -

 

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহিপুর থানা যুব গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উদ্দিন দুলাল ফকীর, ডালবুগঞ্জ ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান, মহিপুর থানা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু তালহা ও আরিফ ইসলাম।

বক্তারা অভিযোগ করেন, সেনাবাহিনী ও পুলিশ নুরুল হকের ওপর অতর্কিত হামলা চালিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাকে রক্তাক্ত করেছে। তারা উল্লেখ করেন, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে নুর রাজপথে নেতৃত্ব দেন, যা আওয়ামী সরকারের পতনে ভূমিকা রাখে।

- বিজ্ঞাপন -

বক্তারা আরও দাবি জানান, সাত দিনের মধ্যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button