নুরকে দেখতে ঢামেকে আলতাফ চৌধুরী

 

- বিজ্ঞাপন -

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢামেকে চিকিৎসাধীন নুরুল হক নুরকে দেখতে যান তিনি।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদরের সন্তান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম, নুরের স্ত্রী লুনা আক্তার। আলতাফ হোসেন চৌধুরী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এসময় উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, আমি এতদিন দেশের বাহিরে ছিলাম, আজ দেশে ফিরেছি, বিদেশে বসে নুরুল হক নুরের শরীরের খোঁজখবর নিয়েছি। রাজনীতির বাহিরে নুরুল হক নুরের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমরা একই জেলার মানুষ, তার বিপদে আমার পাশে থাকা কর্তব্য। নুরুল হক নুরের উন্নত চিকিৎসা বাহিরে কোথায় নিলে সুবিধা হবে সে ব্যাপারেও খবর নিয়েছি, তার দ্রুত সুস্থতা কামনা করছি।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, নুরের মতো তরুণ দেশপ্রেমিক নেতা না থাকলে অনেক তরুণরা পরিবর্তনের স্বপ্ন দেখতো না, ২৪ এর আন্দোলন হতো না, তিনি এই আন্দোলনের একজন অগ্রসৈনিক হিসেবে কাজ রাজপথে থেকে কাজ করেছেন। এই সময়ে এসে নুরুল হক নুরের ওপর হামলা এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি হতে হবে। সরকারকে তার পরিবারের খোঁজখবর রাখতে হবে। দ্রুত তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button