নিম্নচাপের জোয়ারে ক্ষতিগ্রস্ত দ্বীপবাসীর পাশে পটুয়াখালী ছাত্রদল

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার দুর্গম দ্বীপ চালিতাবুনিয়া। সেখানকার মানুষজন এখনো কাঁদছেন সদ্য পেরিয়ে যাওয়া নিম্নচাপের তাণ্ডবে হারানো ঘরবাড়ি, সহায়-সম্বল আর স্বাভাবিক জীবনের জন্য। দ্বীপটিতে নদীভাঙন আর জলোচ্ছ্বাস যেন নিত্যসঙ্গী। সেই দুর্ভোগের দিনে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পটুয়াখালী জেলা ছাত্রদল।

- বিজ্ঞাপন -

শনিবার (৩১ মে) দুপুরে জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের নেতৃত্বে ছাত্রদলের একটি প্রতিনিধি দল উত্তাল আগুনমুখা নদী পেরিয়ে পৌঁছে যায় চালিতাবুনিয়ায়। জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয় নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম সোহাগ, সদস্য সচিব আজিজ মাহমুদ, চালিতাবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিহাদ গাজী, সাধারণ সম্পাদক সবিজসহ স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিড়া, মুড়ি, মোমবাতি ও গ্যাস লাইট। ২৫০ পরিবারের মাঝে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।

জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ বলেন, নিম্নচাপের পর দ্বীপবাসীর যে দুর্দশা দেখেছি, তা ভাষায় প্রকাশযোগ্য নয়। সাম্য ও মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জননেতা তারেক রহমানের দিকনির্দেশনায় পটুয়াখালী জেলা ছাত্রদলের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা, মধ্য চালিতাবুনিয়া ও বিবির হাওলা এলাকায় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই ছাত্র রাজনীতির প্রকৃত চেতনা। দেশ ও জাতির যেকোনো সংকটে, যেকোনো সংগ্রামে— বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই জনগণের পাশে রয়েছে, পাশে থাকবে।
স্থানীয়রা জানান, জোয়ারের পানি নেমে গেলেও বিশুদ্ধ পানি ও খাবারের সংকট চরমে। এই অবস্থায় ছাত্রদলের এই সহায়তা কিছুটা হলেও তাদের স্বস্তি দিয়েছে।।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button