For Advertisement

নিকাহ্ ও তালাক নিবন্ধন এখন অনলাইনে

৯ এপ্রিল ২০২৫, ১০:২৮:১৪

বিশেষ প্রতিবেদক :

দেশের মুসলিম নাগরিকদের জন্য নিকাহ্ (বিবাহ) ও তালাক নিবন্ধনের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও আইনি কার্যক্রম নিবন্ধন করা যাবে অনলাইনেও। এত দিন শুধু ম্যানুয়ালি, অর্থাৎ কাজীর মাধ্যমে হাতে লেখা ও ফিজিক্যাল কাগজপত্রে রেজিস্ট্রেশন হতো। নতুন নিয়মে প্রযুক্তির সহায়তায় ঘরে বসেই অনলাইন প্ল্যাটফর্মে এই নিবন্ধন সম্পন্ন করা যাবে।

এই উদ্যোগ এসেছে “মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯”-এর সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে, আইন সংস্কারের ফলে নাগরিক সেবা সহজ, স্বচ্ছ এবং সময়সাশ্রয়ী হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এই পরিবর্তনের লক্ষ্য হলো নিবন্ধন প্রক্রিয়াকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে দেশের সব প্রান্ত থেকে সহজেই নাগরিকরা এই সেবা গ্রহণ করতে পারেন।’

কীভাবে হবে অনলাইন নিবন্ধন?
অনলাইন নিবন্ধনের জন্য নির্ধারিত একটি সরকারি ওয়েবসাইট চালু করা হবে, যেখানে নিকাহ্ বা তালাকের আবেদন করতে পারবেন নাগরিকরা। আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র, ছবি এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে অনলাইনেই সনদ পাওয়া যাবে।

তবে অনলাইনের পাশাপাশি প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিও চালু থাকবে। এতে করে যাঁরা প্রযুক্তিতে অভ্যস্ত নন, তাঁরাও সেবা গ্রহণে পিছিয়ে পড়বেন না।

কাজী অফিসেও আসছে পরিবর্তন:
নতুন নিয়মে কাজীদেরও একটি নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও আপলোড করতে হবে। এতে কেন্দ্রীয়ভাবে একটি ডাটাবেইস তৈরি হবে, যেখান থেকে প্রয়োজনীয় তথ্য যে কেউ নির্দিষ্ট অনুমতির ভিত্তিতে যাচাই করতে পারবেন।

বিশেষজ্ঞরা কী বলছেন:
আইন বিশেষজ্ঞ ও সমাজ গবেষকেরা বলছেন, এটি সময়োপযোগী একটি সিদ্ধান্ত। এতে নাগরিকদের ভোগান্তি কমবে, এবং তথ্য সংরক্ষণ আরও সুষ্ঠু হবে।
‘অনেক সময় তালাক বা বিবাহ সংক্রান্ত তথ্য না থাকার কারণে নারী ও সন্তানেরা নানাভাবে হয়রানির শিকার হন। কেন্দ্রীয় রেজিস্ট্রি থাকলে এসব সমস্যা কমবে।’

চ্যালেঞ্জও আছে:
তবে উদ্যোগটি সফল করতে মাঠপর্যায়ের কাজীদের প্রশিক্ষণ, পর্যাপ্ত ইন্টারনেট সংযোগ এবং সাইবার নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সরকারের একাধিক দপ্তর এখন এই ডিজিটাল সেবা চালুর প্রক্রিয়ায় কাজ করছে। সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই এটি বাস্তবায়ন শুরু হবে।

For Advertisement

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

Comments: