নামাজ পড়ে বাড়ি ফেরছিলেন রহিম, পথে হা*ম*লা*য় মৃত্যু

চলার পথ নিয়ে বিকেলে দুই পক্ষের মধ্যে জগড়া হয়। সন্ধ্যায় সেই জগড়ার জের ধরে বৃদ্ধ রহিম জোমাদ্দারের ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে মারা যান তিনি। এ ঘটনায় বাবাকে বাঁচাতে আসলে তার দুই ছেলেকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফলের চরওয়াডেল গ্রামে।

- বিজ্ঞাপন -

দীর্ঘদিন ধরে রহিম জোমাদ্দারের জাগয়া দিয়ে প্রতিবেশি কামাল হাওলাদার চলাচল করছিলেন। এনিয়ে গত বুধবার বিকেলে উভয়পক্ষের মধ্য জগড়ার ঘটনা ঘটে। বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়। তবে এই জগড়ার জের ধরে এ দিন সন্ধ্যা ৭টার দিকে কামাল হাওলাদারের ছেলে রিয়াজ, সরোয়ার, বাহাদুর ও আত্মীয় কিরণ ও রুবেল পরিকল্পিতভাবে রহিম জোমাদ্দারের ওপর হামলা চালায়। কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর জখম করা হয়। গুরুতর আহত রহিম বৃহস্পিতবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজ সকালে তার লাশ চরওয়াডেল গ্রামে দাফন করা হয়। এ হত্যার বিচার দাবি করেছেন নিহত রহিম জোমাদ্দারের স্বজনরা।

এ ঘটনায় নিহতের ছেলে মহসিন জোমাদ্দার বাদি হয়ে ৮জনকে আসামী করে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে মামলার কোনো আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ বলছেন- আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button