নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুলসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জাল রেকর্ডপত্র তৈরি করে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের ৯৫০ কোটি টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিং অপরাধে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্নধার আমিনুল ইসলামসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

- বিজ্ঞাপন -

বুধবার (৩০ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

এদিকে, ইউসিবি ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিন অস্বাভাবিক লেনদেনের অভিযোগে জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নিসাহাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button