নতুন রাজনৈতিক দলে সদস্য সচিব পটুয়াখালীর কন্যা ফাতিমা তাসনিম

পরিষদের (জিওপি) উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম সংগঠনটি থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

- বিজ্ঞাপন -

এর আগে, গত ১৩ এপ্রিল তিনি পদত্যাগপত্রটি গণঅধিকার পরিষদের সভাপতি বরাবর দপ্তর সম্পাদকের মাধ্যমে পাঠান এবং পরে তা নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, “আমি ফাতিমা তাসনিম ব্যক্তিগত কারণে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করছি।”

তবে তার এই পদত্যাগের নেপথ্যে নতুন রাজনৈতিক যাত্রার প্রস্তুতির বিষয়টিও সামনে এসেছে। একাধিক সূত্র জানিয়েছে, ফাতিমা তাসনিম শিগগিরই একটি নতুন রাজনৈতিক দল গঠনে যুক্ত হতে যাচ্ছেন। এই নতুন দলের নেতৃত্বে থাকবেন আলোচিত ব্যবসায়ী ও ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন।

আগামী ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে যাচ্ছে এই নতুন রাজনৈতিক দলের। মোহাম্মদ রফিকুল আমিন হবেন দলের আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম দায়িত্ব পালন করবেন সদস্য সচিব হিসেবে। দলটির নাম, লক্ষ্য ও কর্মসূচি উদ্বোধনের দিনেই জানানো হবে বলে জানা গেছে।

ফাতিমা তাসনিমের রাজনৈতিক পরিচিতি ইতোমধ্যেই সুপরিচিত। তিনি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে সক্রিয়ভাবে কাজ করে আসছিলেন এবং ছিলেন উচ্চতর পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

- বিজ্ঞাপন -

এছাড়া তিনি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বাসিন্দা এবং ওই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

তার এই নতুন রাজনৈতিক উদ্যোগ দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে একজন তরুণ নারী রাজনীতিক হিসেবে ফাতিমা তাসনিমের এই পরিবর্তন আগামীর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button