দুমকি উপজেলা আঃলীগের সভাপতি গ্রেফতার

পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (৯ এপ্রিল) দুপুরে তাকে পটুয়াখালী জেলা আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে র্যাব।
আবুল কালাম আজাদ শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাসেম মৃধার ছেলে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানায়, ২০২২ সালে কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি চলাকালে বিএনপির অফিস ভাঙচুরের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। সেই মামলায় আবুল কালাম আজাদ ১ নম্বর আসামি।
ওসি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব আবুল কালাম আজাদকে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। রাতে তাকে দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে, আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন