দুমকিতে সাপের কামড়ে ৮০ বছরের বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে সাপের কামড়ে যোগীন্দ্র হাওলাদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যোগীন্দ্র হাওলাদার রাজাখালী বাজারে ছেলে জগদীশ হাওলাদারের পান-সুপারির দোকান দেখাশোনা করতেন।
স্থানীয়রা জানান, দুপুরে খাওয়ার পর খাটে বসে ধূমপান করছিলেন যোগীন্দ্র। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন