দুমকিতে সরকারি চাল চুরির দায়ে ইউপি চেয়ারম্যান কারাগারে

পটুয়াখালীতে সরকারি ভিজিএফের চাল চুরি ও কালোবাজারির অভিযোগে দুমকি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

- বিজ্ঞাপন -
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে উপজেলা প্রশাসন আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান শুক্কুর মিয়ার বাড়ি থেকে ৩৫০ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করে। এ ঘটনায় গত বছরের ১ জুলাই উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বাদী হয়ে শুক্কুর মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর ৫ জানুয়ারি আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে পটুয়াখালী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুজিবর রহমান টোটোন ঢাকা পোস্টকে বলেন,‘সরকারি চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত চেয়ারম্যান আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button